নাসির জামশেদ সাময়িক নিষিদ্ধ, নজরে আছেন ইরফান

নাসির জামশেদপাকিস্তানের ক্রিকেটে কঠিন সময়ই যাচ্ছে এখন। দিন কয়েক আগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন শারজিল খান ও খালিদ লতিফ। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে নাসির জামশেদকে একই শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুর্নীতির কোড ভঙ্গ করায় পিসিবি সাময়িক নিষিদ্ধ করেছে এই ওপেনারকে। পাকিস্তান সুপার লিগ ঘিরে পিসিবির চলমান এই প্রক্রিয়ায় দোষী প্রমাণিত হয়েছেন জামশেদ। অবশ্য চলতি পিসিএলে খেলছেন না তিনি। কোনও দল নেয়নি এই ওপেনারকে। এক বিবৃতিতে পাকিস্তান বোর্ড সোমবার জানিয়েছে, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে পিসিবি।’

এর আগে একই কারণে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। তাদের ‘দুনীর্তি হটানোর’ প্রক্রিয়ার নজরে ছিলেন আরও তিন খেলোয়াড়। তারা হলেন ইসলামাবাদ ইউনাইটেডের মোহাম্মদ ইরফান, কাট্টা গ্ল্যাডিয়েটরসের জুলফিকার বাবর ও করাচি কিংসের শাহজাইব হাসান। তিন জনের মধ্যে অবশ্য ইতিমধ্যে ‘ছাড়পত্র’ পেয়ে গেছেন বাবর ও শাহজাইব। যদিও ইরফানের ভাগ্য এখনও দুলছে সুতোয়। পিসিবি জানিয়েছে, তাদের নজরে থাকা বাবর ও শাহজাইব ছাড়পত্র পেলেও এখনও নজরে আছেন ইরফান। ক্রিকইনফো

/কেআর/