হার দিয়েই শুরু জিম্বাবুয়ের

208577.4আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকাতেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চেয়েছিল জিম্বাবুয়ে। আর খেলতে নেমেই হারের লজ্জা পেয়েছে প্রথম ওয়ানডেতে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সফরকারীদের কাছে ডি/এল ম্যাথডে ১২ রানে হেরেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এরমধ্য দিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আফগানিস্তান।

হারারেতে টস জিতে শুরুতে ব্যাট করেছিল আফগানিস্তান। ৪৯.২ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় তারা। হাফসেঞ্চুরি করেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।

জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন গ্রায়েম ক্রেমার। দুটি নেন চাতারা ও পফু।

জবাবে খেলতে নামলে জিম্বাবুয়ের ইনিংসেই বৃষ্টি নামে। ২৭.২ ওভারের পর সেই বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। তখন ডি/এল ম্যাথডে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১১২ রান। আর স্বাগতিকদের স্কোর ছিল ৪ উইকেটে ৯৯ রান। শেষ পর্যন্ত দুই দলের সম্মতিতেই খেলার ইতি টানেন আম্পায়াররা।

এরআগে ৩টি সিরিজ আফগানদের সঙ্গে খেলেছিল জিম্বাবুয়ে। যেখানে একটিতেও জিততে পারেনি স্বাগতিকরা। এই ম্যাচের মধ্য দিয়ে হারের বৃত্তেই থাকলো জিম্বাবুয়ে। যেখানে সর্বশেষ ৮ ম্যাচে আফগানদের জয় ৬টিতেই।

/এফআইআর/