শততম টেস্টে ফিরতে পারেন ইমরুল

ইমরুলশ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই স্কোয়াডে ইমরুল কায়েস না থাকলেও লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে ফেরার সম্ভাবনা আছে তার।

বিসিএলের পঞ্চম রাউন্ড শেষ করে ৪ মার্চ ফিটনেস পরীক্ষা দেবেন ইমরুল। সব কিছু ঠিক থাকলে কলম্বো টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সেক্ষেত্রে বাংলাদেশের শততম টেস্ট খেলার জোর সম্ভাবনা রয়েছে ইমরুলের।

ইমরুলের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ইমরুল আমাদের অভিজ্ঞ একজন খেলোয়াড়। দূর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টে সে ইনজুরিতে পড়েছে। যদিও নিউজিল্যান্ড সিরিজ থেকেই তার ইনজুরি। ফিটনেস পরীক্ষার জন্য তাকে আমরা দুটি রাউন্ড খেলাচ্ছি। ১ তারিখে (১ মার্চ) ওর দ্বিতীয় রাউন্ডটা (টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড) শেষ হবে। দুই দিন বিশ্রাম নেওয়ার পর ৪ মার্চ ফিটনেস টেস্ট দেবে। ওর পজিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টের জন্য তাকে আমরা দলে অন্তর্ভূক্ত করব।’

ইমরুল যোগ হওয়ার পর স্কোয়াড দাঁড়াবে ১৭ জনের। ইমরুল সীমিত ফরম্যাটের ক্রিকেটে বিবেচনায় থাকায় তাকে দলে নিতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন নান্নু, ‘ইমরুল যোগ হলে আমাদের স্কোয়াড দাঁড়াবে ১৭ জনের। যেহেতু লম্বা সফর, গত নিউজিল্যান্ড সফরেও আমাদের বাড়তি কিছু খেলোয়াড় দলে ছিল। ইমরুল তো ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বিবেচনায় আছে। সুতরাং তাকে আমাদের যোগ করতে কোনও অসুবিধা হবে না।’

/আরআই/কেআর/