রস টেলরের রেকর্ডময় দিন

রস টেলরখেলেছেন হার না মানা সেঞ্চুরি ছাড়ানো ইনিংস। যাতে রস টেলর পরিণত হয়েছেন ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

প্রথম ওয়ানডেটা ভালো কাটেনি রস টেলরের। আউট হয়েছিলেন মাত্র ১ রান করে। নিজেকে ফিরে পেতে অবশ্য সময় নিলেন না এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ফিরলেন তিনি সেঞ্চুরি করে। আর সেই সেঞ্চুরি পূরণের পথে টেলর মেতে উঠলেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়।

ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেলর খেলেছেন হার না মানা ১০২ রানের ইনিংস। ১১০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ বাউন্ডারিতে। যে ইনিংস খেলার পথে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান ষষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে। তার আগে এই কীর্তিটা ছিল পাঁচ ব্যাটসম্যান-রিকি পন্টিং, হার্শেল গিবস, শচীন টেন্ডুলকার, হাশিম আমলা ও বিরাট কোহলির।

একই সঙ্গে হার না মানা ১০২ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান। নাথান অ্যাস্টেলকে (১৬) সরিয়ে এখন টেলর সর্বোচ্চ ১৭ সেঞ্চুরির মালিক। এখানেই শেষ নয়, কিউইদের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পূরণ করেছেন ৬০০০ রান। যে ক্লাবে তিনি পৌঁছেছেন সবচেয়ে দ্রুত। ১৬৬ ইনিংস খেলে টেলর ছুঁয়েছেন ৬০০০ রানের মাইলফলক। এতদিন দ্রুততম ৬০০০ রানের রেকর্ডটা ছিল অ্যাস্টলের দখলে, সাবেক কিউই ব্যাটসম্যানের মাইলফলকটি ছুঁতে লেগেছিল ১৮২ ইনিংস। ক্রিকইনফো

/কেআর/