সৌম্যর চোখ বড় ইনিংসে

সৌম্য সরকারদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে সিরিজে দুর্দান্ত দুটি ইনিংস খেলার পরই ফর্ম হারিয়েছিলেন সৌম্য। সেই ফর্ম ফিরে পেতে পুরো এক বছর লেগেছিল তার। ফিরে পাওয়া ছন্দ ধরে রাখার পাশাপাশি লম্বা ইনিংস খেলতে চান তিনি।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে ফর্মে ফিরেছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। তবে ক্রাইস্টচার্চ হয়ে হায়দরাবাদ, এরপর গল ও কলম্বোতে নতুন সমস্যা দেখা দিয়েছে। ভালো শুরু করেও ইনিংসকে বড় করতে পারছেন না সৌম্য।

সর্বশেষ কলম্বোতে খেলা শততম টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান করে আউট হয়েছিলেন। অথচ তার সামনে সুযোগ ছিল ইনিংসটাকে টেনে নিয়ে যাওয়ার। বিষয়টি নিয়ে ভাবছেন সৌম্য নিজেই। সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টায় তিনি, ‘বড় ইনিংস যে হচ্ছে না, এটা নিশ্চয় একটা সমস্যা। কেন হচ্ছে না, কোথায় ভুল হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে; কিভাবে ইনিংস বড় করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। বড় ইনিংস খেলতে পারলে তখন হয়তো আর কেউ সমস্যার কথা বলবে না।’

সমস্যা কাটিয়ে উঠতে কী কাজ করছেন, এমন প্রশ্নে সৌম্যর উত্তর, ‘মানসিক ও টেকনিক্যাল দুই দিকই দেখতে হবে। দ্রুত সমস্যাটা বের করার চেষ্টা করছি। একটা জায়গায় গিয়ে (স্কোর) যাতে আর সমস্যা না হয়, সেটা নিয়ে কাজ করছি।’

পেস বোলিং অলরাউন্ডার সৌম্য খুব বেশি বল করার সুযোগ হয় না। যদিও অনুশীলনে সব সময়ই প্রস্তুত থাকেন। মঙ্গলবারও প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অনুশীলন করেছেস সৌম্য। এখন পর্যন্ত ২০ ওয়ানডের তিনটিতে মাত্র বোলিং করেছেন। যেখানে এখনও নিজের নামের পাশে কোনও উইকেট যোগ করতে পারেননি তিনি। সুযোগ এলে যেন দলের প্রয়োজনে কিছু করতে পারেন, সে কারণেই তার এমন প্রস্তুতি, ‘অনুশীলনে বোলিং করছিলাম, প্রয়োজনে বোলিং দিয়েও ভূমিকা রাখতে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি যাতে বোলিংটাও করতে পারি। সুযোগ এলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।’

ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল মঙ্গলবার ক্রিকেটারদের নিয়ে বাড়তি কাজ করেছেন। সেখানে গুরুত্বপূর্ণ একটি সেশন ছিল ক্যাচিং অনুশীলন। খেলোয়াড়দের ধার বাড়াতেই বাড়তি এই ঘাম ঝড়ানো বলে জানালেন সৌম্য, ‘যেহেতু টেস্টের ইমেজটা অন্যরকম। এখানে সব কিছু দ্রুত হয়। পারফরম্যান্সের ধার তাই বাড়াতেই হবে। এখানে অনেক কঠিন ক্যাচ ধরতে হবে। এই জন্য ক্যাচিং অনুশীলনটা ছিল।’

টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করার পর টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়। টাইগারদের প্রতিনিধি সৌম্য মনে করেন, ‘লক্ষ্য তো সব সময়ই থাকে। সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা যেভাবে খেলছি, তাতে আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে দেখছেন সৌম্য, ‘যেটা সব সময়ই হয়, লম্বা সময়ের জন্যই লক্ষ্য থাকে। আপাতত যে সিরিজটা চলছে, সবার মনোযোগ সেখানেই। এখানে ভালো কিছু করতে পারলে সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে কাজে লাগবে। আমরা সেভাবেই চিন্তা করছি।’

/আরআই/কেআর/