হারলেও প্রস্তুতিতে খুশি সাব্বির

sabbirওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। ৭২ রানের ইনিংসটি ওয়ানডে সিরিজে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন সাব্বির।

৬৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলা সাব্বির প্রস্তুতি ম্যাচের আগে এমন কিছুরই পরিকল্পনা করে রেখেছিলেন, ‘প্রস্তুতি ম্যাচটি প্রস্তুতির মতো করেই খেলতে চেয়েছিলাম। আসল লড়াইয়ের আগে এই ইনিংস আমাকে আত্মবিশ্বাস জোগাবে।’

তিনি আরও যোগ করেন, ‘সব জায়গায় সব সময় চেষ্টা করি ভালো করতে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আজকে যেমন হয়েছে। চেষ্টা করব ওয়ানডে সিরিজে এটা টেনে নিয়ে যেতে।’ যদিও খানিকটা আক্ষেপও ছিল সাব্বিরের কণ্ঠে, ‘আজকে সুযোগ ছিল ম্যাচটা বের করে আনার, কিন্তু পারিনি। ভবিষ্যতে সুযোগ পেলে চেষ্টা করব শেষ পর্যন্ত খেলে আসতে।’

এই ধরনের উইকেটে ৩০০ প্লাস রান সহজ লক্ষ্য বলে মনে করেন সাব্বির। সে কারণেই শুরু থেকেই বাংলাদেশ চেজ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। বাংলাদেশি এই ব্যাটসম্যানের ভাষায় যা এমন, ‘উইকেট ব্যাটিং করার জন্য ভালো। এই উইকেটে ৩৫০ রান চেজ করা সহজ। এই কারণেই আমরা টসে হেরে ফিল্ডিং নিয়েছি। কারণ আমরা চেয়েছি চেজ করার অভিজ্ঞতটা নিতে।’

বড় প্রতিরোধ গড়ে ম্যাচ হারলেও দলের কোনও আক্ষেপ নেই বলেই জানালেন সাব্বির, ‘আমাদের লক্ষ্য ছিল চেজ করা। যদিও ম্যাচটি আমরা হেরেছি। তবু আমাদের কোনও আক্ষেপ নেই। কেননা আমরা ভালো খেলেছি। ব্যাটসম্যানরা সবাই কম বেশি রান পেয়েছে। এই রান সবাইকে মূল ম্যাচের আগে আত্মবিশ্বাসী করে তুলবে। মানসিকভাবে আমাদের এগিয়ে রাখবে।’

মাহমুদউল্লাহ অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেছে। তার ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ তাদের স্কোরকে ৩৫২ রানে নিয়ে যেতে সক্ষম হয়। সাব্বির পরের ম্যাচগুলোতেও মাহমুদউল্লাহর কাছে এমন ব্যাটিং প্রত্যাশা করেন, ‘তার কাছ থেকে এমন কিছুই প্রত্যাশিত ছিল। তিনি অনেক বড় খেলোয়াড়, ম্যাচ উইনিং খেলোয়াড়। আশা করি পরের ম্যাচেও এমন ইনিংস খেলবেন তিনি।’

সাব্বির-মাহমুদউল্লাহকে ছাপিয়ে কিন্তু এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাশরাফি! তার টনের্ডো ৫৮ রানের ওপর ভর করেই যে বাংলাদেশ যেতে পেরেছে অতদূর। সাব্বিরও সেটা মেনে নিলেন, ‘আমরা অনেক আগেই হয়তো অলআউট হয়ে যেতে পারতাম। মাশরাফি ভাই অমন একটি ইনিংস খেলেছেন বলেই আমরা ৩৫২ রান করতে পেরেছি।’

/আরআই/কেআর/