ব্যাটসম্যানদের বড় ইনিংসে চোখ রাখতে বললেন মাশরাফি

ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চাইলে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। সেই সঙ্গে ছোট ছোট ইনিংসগুলোকে বড় করতে হবে-ঠিক এমনটাই মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯০ রানে জয় পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাটসম্যানরা। শুরুতে সাব্বিরের ঝড়ো ইনিংস। এরপর সাকিব-তামিমের দৃঢ়তায় এবং শেষে মোসাদ্দেক-মাহমুদউল্লাহ ফিনিশিং মিলিয়ে বাংলাদেশ ৩২৪ রান সংগ্রহ করেছিল। মাশরাফিও মনে করেন তামিমের সেঞ্চুরিটা না হলে বাংলাদেশের সংগ্রহ কিছুতেই ৩০০ পার হতো না, ‘গত ম্যাচের বড় সংগ্রহ হওয়ার কারণ একটাই। তামিম ৫০-৬০ রান করে আউট হয়নি। যদি ও(তামিম) ৫০-৬০ রানে আউট হত, তাহলে নিশ্চিত ভাবে ২৭০-২৮০ হত।’

তাই ডাম্বুলায় পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে প্রত্যেক ব্যাটসম্যানকে একশ রানে চোখ রাখতে হবে বলে মনে করেন মাশরাফি। ব্যাটসম্যানরা ব্যক্তিগত ইনিংসগুলো বড় করতে পারলেই দলীয় সংগ্রহ বাড়বে। মাশরাফি মনে করেন যারা পঞ্চাশ রান করছে, তাদের অবশ্যই ওই রানটাকে সেঞ্চুরিতে রূপ দিতে হবে, ‘আমাদের ব্যাটসম্যানদের ৫০-৬০ রান অনেকগুলো করে আছে। আমরা চাই ওরা এই জায়গাটায় উন্নতি করুক। কোনও ব্যাটসম্যান যদি তাদের পঞ্চাশের রানকে সেঞ্চুরিতে রূপ দিতে পারে তাহলেই ভালো করা সম্ভব।’

তিনি আরও যোগ করেন, ‘আগের ম্যাচে তামিম সেঞ্চুরি করলেও সাব্বির রহমান মিস করে ফেলেছে। আমরা এই জায়গায় উন্নতি করতে চাই। এটা নিয়মিত করতে পারলে, ম্যাচ জেতা সহজ হয়ে যাবে।’

/আরআই/এফআইআর/