আগামী জুন পর্যন্ত মোড়ল থাকতে চায় বিসিসিআই

তিন মোড়ল তত্ত্ব টিকিয়ে রাখতে একজোটই হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার বিশেষ সভায় এ নিয়ে সর্বসম্মতি ক্রমে একটি বিশেষ সিদ্ধান্তে পৌঁছেছে বিসিসিআই। আর সেটা হলো তিন মোড়ল তত্ত্বকে আগামী জুন পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাইবে সংস্থাটি। এই লক্ষ্যে এপ্রিলে হতে যাওয়া বোর্ড সভায় আইসিসিতে অনুরোধ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইসিসির কাছে এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন ভারপ্রাপ্ত বিসিসিআই সাধারণ সম্পাদক অমিতাব চৌধুরী। এই সভাতেই আইসিসির কাছে তারা তিনমোড়ল তত্ত্ব আগামী জুন পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানাবে। আর জুনের বার্ষিক সভাতে পরবর্তী করণীয় নির্ধারণ করার কথাও জানাবে তারা।

অবশ্য এক্ষেত্রে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, যে তিনমোড়ল তত্ত্ব না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করে নিবে ভারত। এমন প্রসঙ্গ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ স্থানীয়  কর্তা অমিতাব বলেছেন,  ‘আসলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভার পরেই। কিন্তু বিসিসিআই- এর অনেকেই এধরনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন।’

আগামী সপ্তাহেই দুবাইয়ে এই সংক্রান্ত সভায় মিলিত হবে আইসিসি। সেখানেই জানা যাবে তিন মোড়ল তত্ত্ব আসলে থাকবে কিনা!

/এফআইআর/