চ্যাম্পিয়নস ট্রফিতে বিশেষ পুরস্কার নেবেন মুরালিধরন

মুত্তিয়া মুরালিধরনমুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কার হয়ে অনেক কীর্তি গড়েছিলেন এক সময়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ছয় বছর পর আরেকটি কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা পেতে যাচ্ছেন আইসিসির হল অব ফেমে। আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী জুনে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়।

মুরালির এই অর্জনে শ্রীলঙ্কার সব মানুষের মতো অ্যাশলে ডি সিলভাও উচ্ছ্বসিত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজের অনুভূতি প্রকাশ করেছেন গর্বের সঙ্গে, ‘আমরা গর্বিত, মুরালি ক্রিকেটের সর্বোচ্চ সম্মাননা পেতে যাচ্ছেন। তিনি শ্রীলঙ্কার জন্য যে গৌরব বয়ে এনেছেন তার জন্য আমরা গর্ববোধ করি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারই প্রমাণ করে, তিনি এই পর্যায়ের সম্মানের যোগ্য।’

শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণযুগের সাক্ষী মুরালিধরনের ক্যারিয়ার ঈর্ষণীয় সাফল্যে উজ্জ্বল। ১৯৯৬ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুরালি টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেটশিকারী।

হল অব ফেমের পুরস্কার কোথায় নেবেন, তা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল মুরালিকে। সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফি এবং আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা দলের ভারত সফরের মধ্যে থেকে তিনি বেছে নেন ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টকে।

/এফআইআর/এএআর/