মোহামেডানকেও হারাল প্রাইম ব্যাংক

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে আল আমিন জুনিয়রপ্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। প্রথমে আল আমিন জুনিয়রের ঘূর্ণিতে মেরুদণ্ড ভেঙে যায় মোহামেডানের ব্যাটিংয়ের। এরপর সাব্বির রহমানের দারুণ ব্যাটিং ৭ উইকেটের সহজ জয় এনে দেয় প্রাইম ব্যাংককে।

বৃষ্টির কারণে ৯ ওভার কমে যাওয়ায় ম্যাচটির দৈর্ঘ্য দাঁড়ায় ৪১ ওভার। টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান ১৩.৪ ওভারে এক উইকেট হারিয়ে ৪৩ রান করার নামে বৃষ্টি। এরপর খেলা শুরু হলে আল আমিনের ঘূর্ণিতে বিভ্রান্ত মোহামেডান অলআউট হয়ে যায় মাত্র ১৪২ রানে। ৪৬ রান করা তামিম ইকবাল ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ২৫ রানের বিনিময়ে আল আমিনের শিকার ৫ উইকেট। দুই উইকেট নিয়েছেন পেসার আল আমিন হোসেন।

ডাকওয়ার্থ/লুইস মেথডে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রান। দলীয় ১০ রানে দুই ওপেনার সৌম্য সরকার ও মেহেদী মারুফ ফিরে গেলেও এক প্রান্তে সাব্বির ছিলেন অবিচল। অপরাজিত ৭৮ রানের চমৎকার ইনিংস খেলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে তাইবুর পারভেজ অপরাজিত ছিলেন ৪২ রানে। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৯৭ রানের জুটি। তবে ম্যাচসেরার পুরস্কার ওঠে আল আমিন জুনিয়রের হাতে।

/আরআই/এএআর/