ধোনির আগুনে পুড়ল হায়দরাবাদ

৩৪ বলে ৬১ রানে দলকে জেতান ধোনিআগের ৫ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৮ রানের। সব মিলিয়ে আইপিএলের আগের ম্যাচগুলো খেলে তার রান ছিল ৬১। শনিবার সেই রান করলেন এক ম্যাচেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের ছায়া থেকে বেরিয়ে এলেন ভারতের সাবেক অধিনায়ক। ইনিংস সেরা অপরাজিত ৬১ রান করে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ৬ উইকেটে জেতালেন ধোনি।

যখন প্রত্যেক বলে ২ রান দরকার ছিল পুনের, তখন ১৩ বলে ৩৬ রান করে সেরা ফিনিশারের মর্যাদা অক্ষুণ্ন রাখতে পেরেছেন ধোনি। শেষ বলে জয় থেকে ২ রান দূরে ছিল পুনে, বাউন্ডারি মেরে দলকে জেতান তিনি। তার ৩৪ বলের অপরাজিত ইনিংসে পুনে শেষ স্থান থেকে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে। ম্যাচসেরা ইনিংস খেলতে ধোনি মেরেছেন ৫টি চার ও ৩টি ছয়। ৬ ম্যাচে ৬ পয়েন্ট তাদের।

হায়দরাবাদের ১৭৬ রানের জবাবে ধোনির মতো ঝোড়ো ব্যাটিং করেন ওপেনার রাহুল ত্রিপাতি। ৪১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৯ রান করেন তিনি। ৪ উইকেটে পুনে করে ১৭৯ রান।

এর আগে মোয়াসেস হেনরিক্সের অপরাজিত ৫৫ ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৩ রানের বদৌলতে হায়দরাবাদ করে ৩ উইকেটে ১৭৬ রান। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/