সুয়ারেস গোল না পেলেও চিন্তিত নন বার্সা কোচ

suarezনেইমার নিষিদ্ধ ছিলেন তিন ম্যাচ। বার্সেলোনার জয় পেতে অবশ্য সমস্যা হয়নি কোনও। দলের সেরা অস্ত্র লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে জয়রথ ছুটছে কাতালানদের। লা লিগার সবশেষ তিন ম্যাচে আর্জেন্টাইন খুদে জাদুকর করেছেন ৬ গোল। যদিও ‘এমএসএন’-এর বাকি জন লুই সুয়ারেস ছিলেন নিজের ছায়ায় বন্দি। টানা পাঁচ ম্যাচ গোলহীনভাবে কাটানো উরুগুইয়ান স্ট্রাইকারকে নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন কোচ লুই এনরিকে।

সেভিয়ার বিপক্ষে সবশেষ গোল পেয়েছিলেন সুয়ারেস। এরপর আর গোল নেই তার, যদিও ওসাসুনার বিপক্ষে বার্সার ৭-১ গোলের জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন সাবেক লিভারপুল স্ট্রাইকার। ‘গোলমেশিন’ সুয়ারেসের হঠাৎ গোলহীন হয়ে পড়ায় কথা উঠলেও সেটা আমলে নিচ্ছেন না এনরিকে। এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বির আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুয়ারেসের নিয়ে চিন্তিত নন তিনি, ‘আমি মোটেও চিন্তিত নই। কারণ দলে যেভাবে অবদান রাখছে ও (সুয়ারেস), সেটা শুধু গোল দিয়ে বিচার করা যাবে না। অ্যাসিস্ট এবং অন্য আরও অনেকভাবে দলে অবদান রেখে চলেছে ও।’

এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণভাগে এনরিকে পাচ্ছেন ‘এমএসএন’কে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন নেইমার। যদিও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার খেলা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ইএসপিএন

/কেআর/