খেলাঘরকে হারিয়ে ব্রাদার্সের দ্বিতীয় জয়

৮৪ রানের ইনিংস খেলেছেন মাইশুকুর রহমান।প্রথম বিভাগ থেকে উঠে এসেছিল খেলাঘর। আর সেই দলকেই ৭১ রানে হারিয়ে লিগের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করা ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন মাইশুকুর রহমান। ৯০ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি তার অপরাজিত ৮৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ফরহাদ হোসেন ৬৭, মিজানুর রহমান ৪৮ ও ধীমান ঘোষ ৪২ রানের ইনিংস খেলেছেন।

খেলাঘরের বোলারদের হয়ে তানভীর ইসলাম সেরা সাফল্য দেখিয়েছেন। তিনি ৪৯ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মাসুম খান, রেজাউল করিম ও নাজমুস সাদাত একটি করে উইকেট নিয়েছেন।

২৬৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে খেলাঘর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলতেই থেমে যায়। শুরুতে নাজিমউদ্দিনের ৬৮ এবং শেষ দিকে ডলার মাহমুদের অপরাজিত ৫৩ রানও হার ঠেকাতে পারেনি খেলাঘরের।

ব্রাদার্সের বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার নাহিদ-উজ-জামান সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া অলক কাপালি ও বিসলা দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/