লর্ডসের সবুজ উইকেটে হতাশ মরগান

263716.3চ্যাম্পিয়নস ট্রফির আগে লর্ডসেই শেষ ম্যাচটি খেলে ফেললো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ জিতলেও শেষ ম্যাচটা কিন্তু লজ্জার রেকর্ড গড়েই হেরেছে মরগানের দল। বলতে গেলে ওয়ানডেতে ইতিহাস গড়া ব্যাটিং ধস! ৩০ ডেলিভারিতে ২০ রানে এমনভাবে ৬ উইকেট হারায়নি আর কেউই। আর সেই ম্যাচে লর্ডসের সবুজ উইকেট নিয়ে হতাশা ঝরেছে খোদ স্বাগতিক ইংল্যান্ড অধিনায়ক এয়োইন মরগানের কণ্ঠে। হতাশা ঝরেছে তাও আবার আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরেই, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে যদি এমন উইকেট হয়, তাহলে আমি সত্যি হতাশ হবো।’

হতাশা ঝরতেই পারে। মরগানের মন্তব্য এমন উইকেট ওয়ানডের জন্য উপযোগী নয়। কারণ পেসারদেরই সহায়তা দিয়েছে এই উইকেট। তাতেই কাগিসো রাবাদা ও ওয়েইন পারনেল সুযোগ লুফে নিয়েছেন উইকেট তুলে। আর সেক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজে দিয়েছে টসভাগ্য। সেটাই মূলত জয় নির্ধারণ করে দিয়েছে প্রোটিয়াদের। এমন ভাবনা ইংলিশ অধিনায়কের, ‘বড় ধরনের টুর্নামেন্টে টসের কারণে হেরে যাওয়াটা অনেক কষ্টের। এটা সহজে নেওয়া যায় না। এসব ক্ষেত্রে আগে ব্যাট করা দল হারতেই পারে।’

উইকেটকে দায়ী করছেন মরগান। তার আরও কিছু ব্যাখ্যা এভাবেই তুল ধরেন তিনি, ‘আমরা দেখেছি সকালে ব্যাটসম্যানরা যেভাবে শটস খেলেছে, আর পরে যারা ব্যাটিং করেছে- সেসময় শটস গুলোর ধরণে পার্থক্য ছিল।’

তবে প্রোটিয়াদের বোলিংয়ের প্রশংসা করতেও ভুলে যাননি মরগান। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত বোলিং করেছে। ওরা আমাদের শটস খেলতেই দেয়নি। যদি দিত তাহলে আমরা সেভাবেই জবাব দিতাম। তবে  ওদের কিন্তু কৃতিত্ব দিতেই হবে।’

তবে একদিক থেকে স্বস্তি পেতেই পারে ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি হয়েছে। তবে সকালের আবহাওয়া ভাবাতে পারে স্বাগতিকদের। তখন আর্দ্রতা থাকলে কিছুটা চিন্তার ভাঁজ ফেলতে হতে পারে মরগানদের!

/এফআইআর/