ওকসের জায়গায় ফিন

248741বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের। তার জায়গায় দলে আনা হয়েছে স্টিভেন ফিনকে।

চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দল থেকে বাদ পড়াদের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ফিন। তবে লর্ডসে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাকা হয় তাকে। এর পর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি।

ইংল্যান্ডের অন্য পেসারদের ভোগান্তির সুযোগটা এবার নিতে পারেন ফিন। কারণ পেস বিভাগের অন্যরা স্বাচ্ছন্দ্যে নেই। জেক বল শেষ তিন ইনিংসের দুটিতে ৮০’র উপর রান দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে নিখুঁত সুইং করতে পারেননি ডেভিড উইলি। হাঁটুর সমস্যায় পুরো ১০ ওভারে বেন স্টোকসের সামর্থ্যও প্রশ্নবিদ্ধ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার কার্ডিফে হবে ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। একাদশে জায়গা পেলে পরীক্ষা দিয়েই সফল হতে হবে ফিনকে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/