আল আমিনের বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়

আল আমিন (ফাইল ফটো)গুরুত্বহীন এক ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার বৃষ্টির কারণে ম্যাচটি ২৫.৬ ওভারে শেষ হয়ে যায়। মঙ্গলবার ওখান থেকেই শুরু হয় ম্যাচটি।

ফতুল্লায় ২৫.৬ ওভারে ১৮৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা মোহামেডান  ৪৯.৪ ওভারে আর মাত্র ২৮ রান যোগ করেই অলআউট হয়। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২১৫ রান। নাজমুল হোসেন মিলন দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেছেন।

আল আমিন হোসেন ৩৫ রানে চার উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার। এছাড়া ২৮ রান খরচায় আসিফ আহমেদ নিয়েছেন দুটি উইকেট।

ম্যাচসেরা রাফাতউল্লাহ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায়। এরপর তৃতীয় উইকেটে মেহেদী মারুফ ও রাফাতউল্লাহ মোহাম্মদ মিলে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। রাফাতউল্লাহ ৮৮ রানে আউট হলেও মারুফ ৫৭ রানে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন। শেষ দিকে আসিফ আহমেদ ও নাহিদুল ইসলামের অপরাজিত ৩০ ও ১৯ রানের উপর ভর করে ৪৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

অমিত কুমার, শামসুর রহমান, সাজেদুল ইসলাম ও আব্দুর রহমান প্রত্যেকে মোহামেডানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/