বাদ পড়াদের ‘যাচাই’ করতে চান নান্নু

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুআগামী আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। অর্থাৎ সামনে দুটো গুরুত্বপূর্ণ সিরিজ টাইগারদের। দুই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের যাচাই করতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ফিটনেস ক্যাম্পের জন্য ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে আগামী মাসে। এই ক্যাম্প নিয়ে নান্নুর বক্তব্য, ‘সামনে জাতীয় দলের অনেক ম্যাচ রয়েছে। ঘরের মাঠে টেস্ট সিরিজ আছে। এরপর দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটেই খেলতে হবে। সে হিসেব মাথায় রেখে বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখতে হবে। জুলাইয়ের ১০ তারিখ ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এদের নিয়েই ফিটনেস ক্যাম্প শুরু হবে।’

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স বা এইচপি ইউনিটের ক্যাম্প। এই ক্যাম্প থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ জনের নাম এরই মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগে জমা দিয়েছেন নির্বাচকরা। রবিবার বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেছেন, “আমরা ১৬ জনের নাম ইতোমধ্যে দিয়েছি। আজ-কালের মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে। এই দল আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। আমরা দুটি জিনিস নিয়ে এইচপিতে কাজ করছি। একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, অন্যটা ডেভেলপমেন্ট স্কোয়াড। অস্ট্রেলিয়া সফরের ইমার্জিং দলে আমরা এনামুল হক বিজয়, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজুকে রেখেছি। কয়েকজন উদীয়মান খেলোয়াড়ও আছে। আমরা ভালো একটা কম্বিনেশন দাঁড় করিয়েছি, যেটা আমরা জাতীয় দল, ‘এ’ দলে কাজে লাগাতে পারবো।”

এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, “এইচপির এবারের দলটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। আগামী দুই-এক বছরের মধ্যে জাতীয় দল কিংবা ‘এ’ দলে সুযোগ পেতে পারে এইচপি’র ক্রিকেটাররা।”

/আরআই/এএআর/