দাবি পূরণ না হলে বাংলাদেশ সফর করবে না স্মিথ-ওয়ার্নাররা

দাবি পূরণ না হলে বাংলাদেশ সফর করবে না স্মিথ-ওয়ার্নাররা নিরাপত্তা ইস্যুতে ২০১৫ সালে বাংলাদেশ সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এবার সফরের সব কিছু চূড়ান্ত হলেও বাধ সেধেছে বেতন-ভাতা। ওয়ার্নার-স্মিথদের চাওয়া পাওয়া পূরণ না হলে বাংলাদেশ সফর হবে না বলে-স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এমনকি অ্যাশেজ হবে না বলেও জানালেন অসি এই তারকা, ‘আমাদের দৃষ্টি ভঙ্গিতে আমরা অস্ট্রেলিয়ার হয়েই খেলতে চাই। এমনকি আমাদের ছেলেরাও একই রকম চায়। কিন্তু আমরা যা চাইছি তা যদি না হয়, তাহলে আমরা বাংলাদেশ সফর করবো না। এমনকি অ্যাশেজও হবে না।’

প্রাপ্য না পেলে প্রয়োজনে বেকার হয়েই পাওনা আদায় করার পক্ষে ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বর্তমান সমঝোতা চুক্তি শেষ হওয়ার আর মাত্র দুই সপ্তাহ বাকি। আর এক্ষেত্রে বোর্ডই নিজেদের অনড় অবস্থানে রয়েছে। এই নাজুক অবস্থান নিয়ে ওয়ার্নারের অবস্থান অনেকটাই স্পষ্ট, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। যদি গ্রীষ্মকালে কোনও ক্রিকেটই না হয় তাহলে আমরা কী করবো? আমাদের বঞ্চিত করা হবে? তাহলে অনুশীলন করবো কোথায়? তারা চাইলেই সব কিছু থেকে বঞ্চিত করতে পারে। যদি তাই হয় তাহলে সেটা হবে হতাশাজনক। সমঝোতা চুক্তি না হলে আমাদের জন্য কঠিনই হবে সব কিছু। তখন বাংলাদেশ সফরের জন্য বিমানে চড়াটা শক্ত হয়ে দাঁড়াবে।’

তিনি আরও যোগ করেন, ‘এভাবে চললে আমরা আসলে ১ জুলাই থেকেই বেকার। আমাদের সেভাবেই হুমকি দেওয়া হয়েছে। তারপরেও আমরা আশাবাদী- হয়তো আলোর মুখ দেখবো-তবে পরিস্থিতি কিন্তু অপ্রীতিকর।’

পরিস্থিতি যতোই জটিল হোক বলা হচ্ছে এ সপ্তাহেই এ নিয়ে আলোচনায় বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ।ক্রিকইনফো।

/এফআইআর/