মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন মদ্রিচ!

মিথ্যা সাক্ষ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন মদ্রিচ!কর ফাঁকির মামলায় ফেঁসে যাচ্ছেন ক্রোয়েশীয় ফুটবলার ও রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। নিজের করা অপরাধে নয়! সাবেক কোচ জাদরাভকো মামিচের কর ফাঁকির মামলায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্তের মুখেই পড়তে যাচ্ছেন তারকা এই মিডফিল্ডার।

এক সময় মদ্রিচের সাবেক ক্লাব ছিল দিনামো জাগারেব। সেখানেই তার কোচ ছিলেন মামিচ। আরেকটি দিক দিয়েও মামিচের নাম রয়েছে। ক্রোয়েশীয় ফুটবলে খুবই দাপুটে এই মামিচ। সেই মামিচের বিরুদ্ধেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। যাতে সঙ্গী হিসেবে ছিলেন তার ভাই জোরান মামিচ ও আরও দুজন। তাদের বিরুদ্ধে প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বেশি কর ফাঁকির অভিযোগ রয়েছে।

ঘটনাটি আসলে ২০০৮ সালের। তখনই মাল্টি মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দিনামো থেকে ইংলিশ ক্লাব টটেনহ্যামে দল বদল করেছিলেন মদ্রিচ। এই দল বদলের যাবতীয় কীর্তি কলাপ নিয়েই তথ্য চাওয়া হয়েছিল তার কাছে। বলা হচ্ছে, দিনামোর সঙ্গে চুক্তি কখন সই করা হয়েছে এ নিয়েই মিথ্যা তথ্য দিয়েছেন মদ্রিচ।  

মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পেলে ভালো সময়ের জন্যই জেলে যেতে হবে মদ্রিচকে। হতে পারে সেটা ৬ মাস থেকে ৫ বছরের জেল!বিবিসি।

/এফআইআর/