ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কুম্বলে

অনিল কুম্বলেমেয়াদ যে বাড়ছে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় দুই সপ্তাহের জন্য অনিল কুম্বলেকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও ভারতের সাবেক এই লেগ স্পিনার ওই পর্যন্ত থাকতে রাজি হননি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুম্বলে।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বার্বাডোসের উদ্দেশে ইংল্যান্ড ছেড়েছে বিরাট কোহলিরা। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ভারত ক্যারিবিয়ান সফরে খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, সঙ্গে আছে একটি টি-টোয়েন্টিও। দলের সঙ্গে কুম্বলে না যাওয়াতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় তার সরে দাঁড়ানোর বিষয়টি। পরে বিসিসিআই-এর একটি সূত্র ‘টাইমস অব ইন্ডিয়া’কে নিশ্চিত করেছে কুম্বলের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে মঙ্গলবার ভারতের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয় কুম্বলের। তার আগেই জানা গিয়েছিল, ভারতের সাবেক এই স্পিনারের সঙ্গে মেয়াদ বাড়াবে না বিসিসিআই। কোচের দায়িত্বে এতদিন থাকলেও কুম্বলে একই সঙ্গে চালিয়ে গেছেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধানের কাজ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বার্ষিক সভায় যোগ দিতে লন্ডনে থেকে গেছেন কুম্বলে। তাতেই নিশ্চিত হয়ে গেছে বিসিসিআই থেকে মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব এসেছিল, সেটা গ্রহণ করেননি সাবেক এই স্পিনার।

অধিনায়ক কোহলির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না কুম্বলের, ভারতীয় মিডিয়ায় খবরটা অনেক দিনের। চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে সেটা আরও খারাপ রূপ নেয়। বিসিসিআই তখন থেকে নতুন কোচ খুঁজতে আরও উঠেপড়ে লাগে। যদিও সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় কুম্বলেকে আরও কিছুদিন দলের সঙ্গে চেয়েছিল সংস্থাটি। ভারতের জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক সেই ডাকে সাড়া না দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে খবর ভারতীয় মিডিয়ার। অবশ্য আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি বিসিসিআই থেকে। টাইমস অব ইন্ডিয়া

/কেআর/