কুম্বলের পদত্যাগে কোহলিদের সমালোচনায় গাভাস্কার

সুনীল গাভাস্কার। অনিল কুম্বলের পদত্যাগের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ ষড়যন্ত্র আবার কেউ পাচ্ছেন ভিন্ন কিছুর গন্ধ। এই অবস্থায় বিরাট কোহলিদের নিয়ে সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার ভাষায়, ‘তাহলে তোমাদের নরম ধরনের কাউকেই দরকার। যিনি বলবেন--ছেলেরা আজ অনুশীলন থাক-কারণ  ভালোবোধ করছো না। চলো আজ ছুটি কাটাই, শপিংয়ে যাই।’

কুম্বলে নিজেই বিবৃতিতে বলেছেন, তার কাজের ধরন পছন্দ নয় কোহলির। এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সাফ কথাই জানিয়েছেন। তাতেই আর কোচ হিসেবে না থাকার কথা জানিয়েছেন কুম্বলে। তবে গত একবছরে কোচ হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ। সেটা স্বীকার করেন গাভাস্কারও, ‘সত্যি করেই বলছি কুম্বলে গত এক বছরে কোচ হিসেবে যা অর্জন করেছে, একই সঙ্গে খেলোয়াড় হিসেবে যা পেয়েছে; তা কোনওভাবেই মানদণ্ডের চেয়ে কম নয়। তাই পত্রিকায় যা পড়েছি তাতে কোনওভাবেই ওর খেলার ধরণ নিয়ে বাজে কিছু বলা ঠিক নয়।’

কুম্বলের চলে যাওয়াকে বাজে উদাহরণ হিসেবেই দেখছেন গাভাস্কার। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘যখন ক্রিকেট উপদেষ্টা কমিটি কথা বলেছে, তখন আমি মনে করেছিলাম অনিল হয়তো চালিয়ে যাবে। তবে আমি কোহলি ও কুম্বলের মধ্যকার বিরোধ সম্পর্কে খুব বেশি জানি না। যদি সত্যি থাকে; তাহলে সেটা দুঃখজনক। কারণ ভারতের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার কুম্বলে। হয়তো বিগত দিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে কেন্দ্র করেই ও তার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য দুঃখজনক ঘটনা।’

/এফআইআর/