২০১৯ বিশ্বকাপ খেলতে মরিয়া গেইল

২০১৯ বিশ্বকাপ হাতছাড়া করতে চান না গেইল২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে অনিশ্চয়তায় আছে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে রয়েছে ক্যারিবীয়রা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আটের মধ্যেই থাকতে হবে গেইলদের। আর তা না হলে বাছাই খেলেই আসতে হবে ২০১৯ বিশ্বকাপে। আর সেই বিশ্ব ইভেন্টেই সরাসরি খেলতে সর্বোচ্চ দেওয়ার কথা বললেন ক্রিস গেইল, ‘আমরা চেষ্টা করবো। সবাই সর্বোচ্চ চেষ্টাটাই করবো যাতে করে আমরা বিশ্বকাপে খেলতে পারি।’

র‌্যাংকিং ভাগ্য সুপ্রসন্ন না হওয়াতে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সেই আক্ষেপটাও ঝরেছে গেইলের কণ্ঠে, ‘বিশ্বকাপ সামনেই। আমরা চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করেছি, এটা আর হাতছাড়া করতে চাই না।’

এই মুহূর্তে নবমে থাকলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে আটে থাকতে হলে ৪ থেকে ৫টি ম্যাচ জিততে হবে ক্যারিবীয়দের। ওই সময় ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। সেই লক্ষ্যে সব অভিজ্ঞতাই উজাড় করে দিতে প্রস্তুত গেইলরা, ‘দলের মধ্যে আমরা যারা অভিজ্ঞ; তারা যাওয়ার আগে সব কিছুই ভাগাভাগি করে নিবো।’

সরাসরি খেলতে না পারলে র‌্যাংকিংয়ের নিচের সারির ৪ দল যাবে বাছাইয়ে।  ১০ দলের টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল যাবে বিশ্বকাপ খেলতে।  তাই কঠিন লড়াইয়েই নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।  

/এফআইআর/