দ্রাবিড়-জহিরের নিয়োগে বিসিসিআই’র ‘ইউ-টার্ন’

দ্রাবিড় ও জহিররবি শাস্ত্রীর সাপোর্ট স্টাফ হিসেবে জহির খান ও রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করেছিল ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) শনিবার সভা শেষে জানাল, নতুন কোচ শাস্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়োগ দেওয়া হবে সাপোর্ট স্টাফদের। আপাতত জহির ও দ্রাবিড়ের নিয়োগ স্থগিত রেখেছে তারা।

সিওএ সদস্য বিনোদ রায়, দিয়ানা এদুলজি ও বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি একটি সভায় অংশ নেওয়ার পর জানালেন, শাস্ত্রীর নিয়োগের অনুমোদন দিয়েছে কমিটি। কিন্তু দেশের বাইরে বিভিন্ন সিরিজে দ্রাবিড় ও জহির পরামর্শক হিসেবে থাকবেন কি না সে ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারেনি কমিটি। বিসিসিআই তাদের ব্যাটিং ও বোলিং পরামর্শকের দায়িত্ব দিয়েছিল।

আগামী ১৯ জুলাই এ ব্যাপারে একটি সভা ডাকা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ২২ জুলাই চূড়ান্ত হবে শাস্ত্রীর সঙ্গে সহকারী হিসেবে থাকবেন কারা। তার ৩ দিন আগে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়বেন বিরাট কোহলিরা। ২৬ জুলাই প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই সেখানে হয়তো দলটির সঙ্গে যোগ দেবেন শাস্ত্রীর সহকারীরা, সেখানে জহির-দ্রাবিড়ই থাকবেন নাকি অন্য কেউ সেই প্রশ্নের উত্তর মিলবে তখনই। ক্রিকইনফো, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/