বিপিএল আইকনদের সামনে ভিন্ন ‘সমস্যা’

BPL-700x336বিপিএলের আইকন খেলোয়াড়রা এবার পছন্দের দল এবং পারিশ্রমিক ঠিক করার সুবিধা পাচ্ছেন। তবে একটা সমস্যায় পড়তে পারেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, কোনও কারণে আইকনরা পারিশ্রমিক না পেলে তার দায়িত্ব নেবে না সংস্থাটি। গত দুই আসরে কোনও ফ্র্যাঞ্চাইজি কোনও ক্রিকেটারের বকেয়া পারিশ্রমিক দিতে ব্যর্থ হলে বিসিবি তা শোধ করে দিয়েছিল। 

সোমবার এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘আইকন খেলোয়াড়রা এবার স্বাধীনতা পেয়েছেন। তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করে দল নির্বাচনের পাশাপাশি পারিশ্রমিকও ঠিক করেছেন। যেহেতু আইকনরা নিজেদের দায়িত্ব নিয়েছেন, তাই আমরা তাদের কোনও দায়িত্ব নেব না।’

তিনি আরও বলেছেন, ‘আমরা বাকি খেলোয়াড়দের টাকা বাড়াইনি। গ্রেডিংও আগের মতোই থাকবে। আইকন ছাড়া বাকি খেলোয়াড়দের দায়িত্ব আমরা নেব। যারা ড্রাফটের বাইরে থেকে আসবে, তাদের দায়িত্ব আমরা নেব না।’

পঞ্চম আসরে ভেন্যুর সংখ্যা বাড়বে কিনা, তা অবশ্য জানাতে পারেননি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।

একটি দল বেড়ে যাওয়ায় এবার আইকন খেলোয়াড়ের সংখ্যা ৮। নতুন আইকন মোস্তাফিজুর রহমান। বাকি ৭ আইকন হলেন-মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

/আরআই/এএআর/

আরও পড়ুন:

বিপিএলের নতুন ‘আইকন’ মোস্তাফিজ