এসিএর প্রস্তাবই বাংলাদেশ সফরকে বিপদে ফেলছে: সাদারল্যান্ড

এসিএর প্রস্তাবই বাংলাদেশ সফরকে বিপদে ফেলছে: সাদারল্যান্ডদেনা-পাওনা নিয়ে সমস্যার সমাধান হচ্ছেই না। আলোচনার মাঝেই একে অপরকে কাঁদা ছুড়ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। আলোচনার অগ্রগতি তো নেই উল্টো বাংলাদেশ সফর ও ভারত সফর রয়েছে ঝুঁকিতে। আর এজন্য এসিএকেই দুষলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘এসিএ যেটা প্রস্তাব করেছে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ সফর, ভারত সফরসহ আসন্ন সফরগুলোকে বিপদে ফেলছে।’

এসিএ যে পরিকল্পনা নিয়ে বর্তমানে আপোষের কথা বলছে তার পুরো কাঠামোতেই নাকি ফাঁকি রয়েছে! এমনই দাবি করছেন সাদারল্যান্ড, ‘এসিএ যেই পরিকল্পনার কথা নিয়ে এগুচ্ছে তার বিস্তারিত ঘেঁটে দেখলে ফাঁকিটা চোখে পড়ে। ওরা ৩০ মিলিয়ন তৃণমূলে দেওয়ার কথা বললেও তার গভীরেই আসলে ত্রুটি রয়েছে।’

নতুন করে যে আবার ঝামেলা বাড়ছে তার কথার ইঙ্গিত পাওয়া গেছে সাদারল্যান্ডের কাছ থেকেই, ‘যদি ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এক নম্বর খেলা হিসেবে তুলে ধরতে হয় তাহলে প্রচুর টাকা ঢালতে হবে। সেক্ষেত্রে এসিএর প্রস্তাবনা মেনে নিলে সেটা হয়তো সম্ভব না।’

সেইলক্ষ্যে পাল্টা নিজেদের পক্ষ থেকেও একটি পরিকল্পনা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এসিএর সঙ্গে সেটা নিয়েও আলোচনা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।-ক্রিকবাজ।

 /এফআইআর/