শফিউলের প্রথম লক্ষ্য দলে ফেরা

অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন শফিউল২০১০ সালের জানুয়রিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শফিউল ইসলামের। অনেক প্রতিশ্রুতি নিয়ে শুরু করলেও জাতীয় দলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। ইনজুরির যন্ত্রণা আর অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে দলে আসা-যাওয়ার মধ্যে থাকতে হচ্ছে এই পেসারকে।

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে অবশ্য তার ভালোই পারফরম্যান্স। ওই ম্যাচে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার স্বপ্ন দেখছেন শফিউল। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দলে ফেরার সংকল্প ফুটে উঠেছে তার কণ্ঠে, ‘সব সময় ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামি। এবার সুযোগ পেলে দলে নিয়মিত হওয়ার জন্য ভালো পারফর্ম করার চেষ্টা করবো। সবার প্রত্যাশা পূরণ করতে চাই। সবচেয়ে বড় কথা, ভালোভাবে দলে ফিরতে চাই।’

জাতীয় দলে এখন বেশ কয়েকজন ভালো মানের পেসার। তাই দলে জায়গা পাওয়াই কঠিন। শফিউল অবশ্য এটা নিয়ে একদমই ভাবছেন না। ৯ টেস্ট, ৫৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলা ডানহাতি পেসার কঠোর পরিশ্রমে বিশ্বাসী, ‘অনুশীলনে, নেটে, প্রস্তুতি ম্যাচে সবখানে আমি নিজের কাজ করে যাচ্ছি। জাতীয় দলে থাকার বিষয়টা আমার হাতে নেই। এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তারা যাকে ভালো মনে করবে, তাকেই খেলাবে। আমি শুধু চেষ্টা করে যেতে পারি।’

ভাগ্যও যেন পক্ষে নেই শফিউলের। খেলোয়াড়দের বড় ‘শত্রু’ ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না তাকে। গত বছর বিপিএলে ভালো খেলে সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরের দলে। কিন্তু ইনজুরির কারণে ছিটকে পড়েন দল থেকে। ইনজুরি নিয়ে নিজের দুর্ভাবনা লুকিয়ে রাখতে পারেননি তিনি, ‘ইনজুরি নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন। যখনই দলে ফিরছি, কোনও না কোনও ইনজুরিতে পড়ছি। চেষ্টা করছি ইনজুরি থেকে দূরে থাকতে। এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফিট, আশা করি এবার সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে পারব।’

ক্রিকেটাঙ্গনে ধারণা, ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও স্পিন সহায়ক উইকেটে খেলবে টাইগাররা। এ বিষয়ে শফিউলের অভিমত, ‘উইকেট যেমনই হোক, পেসারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। নতুন বলে ব্রেকথ্রু এনে দিতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর উইকেট পেস সহায়ক হলে পেসারদের দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে।’

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তার মন্তব্য, ‘ক্রিকেটে একটা ভালো বলই একজন ব্যাটসম্যানের ইনিংস শেষ করে দিতে পারে। স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে লড়াই করতে আমাদের পেসাররা প্রস্তুত।’

/আরআই/এএআর/