ফের ওয়ালশের ‘বিশেষ ক্লাস’

পেসারদের পরামর্শ দিচ্ছেন কোর্টনি ওয়ালশমুস্তাফিজ-রুবেল-শফিউল-রাব্বি-তাসকিনদের নিয়ে কয়েক সপ্তাহ ‘বিশেষ ক্লাস’ পরিচালনা করেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে ক্যারিবীয়-কিংবদন্তির নিবিড় পরিচর্যার পরও চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তেমন ভালো করতে পারেননি পেসাররা। তাই বলে হাল ছেড়ে দিচ্ছেন না ওয়ালশ। রবিবার আবার দীর্ঘ সময় পেসারদের নিয়ে কাজ করেছেন তিনি।

মিরপুরে ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বিকালে টানা দুই ঘণ্টা ওয়ালশের তত্ত্বাবধানে অনুশীলন করেন পেসাররা। প্রত্যেক বোলারকে রান-আপ স্বাভাবিক রেখে ৯ ওভার করে বল করতে হয়েছে। তাসকিনের গতির ঝড়ে স্টাম্প উপড়ে গেছে কয়েকবার!

কিছু বিষয়ে হাতে-কলমে শিখিয়ে দিতেই ওয়ালশের এই বিশেষ ক্লাসের আয়োজন। আজ পেসারদের পাশে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

অনুশীলন শেষে ওয়ালশের ক্লাস নিয়ে শফিউল বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে পেসাররা তাদের সেরাটা দিতে পারেনি বলেই আজ আবার আলাদাভাবে ক্লাস হয়েছে। এই প্রক্রিয়া আরও কয়েকদিন চলবে। প্রস্তুতি ম্যাচে কে, কোথায় ভুল করেছে তা দেখিয়ে দিয়েছেন ওয়ালশ।’

প্রতিকূল উইকেটেও পেসারদের ভালো করার কৌশল শিখতে হবে বলে মনে করেন শফিউল। বিশেষ ক্লাসে এ কৌশল শেখার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আমাদের এখানে টেস্ট ম্যাচে স্পিনাররাই কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই তুলনায় আমরা পেসাররা সেভাবে ব্রেকথ্রু এনে দিতে পারি না। পেসারদের অবশ্যই এই জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এসব বিষয় শেখার সুযোগ করে দেয় বিশেষ ক্লাস।’

/আরআই/এএআর/