রোনালদো ফেরায় জিদানের স্বস্তি

জিনেদিন জিদান ও ক্রিস্তিয়ানো রোনালদোচলতি লিগ মৌসুমে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের অবস্থা মোটেও সুবিধার নয়। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা দুই ম্যাচের দুটোতেই ড্র করে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। বুধবার আবারও সেই মাঠে লিগ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে নামতে যাচ্ছে রিয়াল। ঘরের মাঠের পারফরম্যান্স নিয়ে খানিকটা অস্বস্তি তৈরি হলেও সেটা কেটে গেছে ক্রিস্তিয়ানো রোনালদো ফেরায়। চার ম্যাচের নিষেধাজ্ঞা শেষে এবারের লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে নামতে যাচ্ছে পতুর্গিজ যুবরাজ। কোচ জিনেদিন জিদানের খুশি হওয়াটাই তো স্বাভাবিক।

দেপোর্তিভো লা করুণার মাঠ থেকে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়নদের মতো করে মৌসুম শুরু করেছিল রিয়াল। কিন্তু ঘরের মাঠে টানা দুই ড্র করে পয়েন্ট টেবিলের অনেকটা নিচে নেমে যেতে হয় ‘লস ব্লাঙ্কোদের’। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে গত সপ্তাহান্তে ৩-১ গোলে জিতে ফেরায় এখন রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। মিশন এবার তাদের বেতিস। বার্নাব্যুর এই ম্যাচ দিয়েই লিগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন রোনালদো। মৌসুমের এই পর্যায়ে দলের সেরা অস্ত্রের ফেরার খবরটা রিয়াল কোচের কাছে ‘চরম’ স্বস্তির, ‘নিষেধাজ্ঞা নিয়ে আমরা কোনও আলোচনা করব না, ও (রোনালদো) ফেরায় আমরা আনন্দিত।’

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। কার্ড দেখায় ক্ষুব্ধ রোনালদো ধাক্কা মারেন রেফারিকে। শাস্তিটা বেড়ে তাই চার ম্যাচের নিষেধাজ্ঞা পান পর্তুগিজ উইঙ্গার। সেই নিষেধাজ্ঞা শেষ করেই ফিরছেন তিনি বেতিসের বিপক্ষে। লা লিগায় না খেলেলেও চ্যাম্পিয়নস লিগে নিজের জাত আরেকবার চিনিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। অ্যাপোয়েলের বিপক্ষে করেছেন জোড়া গোল।

নতুন মৌসুমেও তাই ‘সুখী’ রোনালদোকে দেখতে পাচ্ছেন জিদান, ‘যেভাবে নিজের খেলা খেলছে এবং সতীর্থদের সঙ্গে সম্পর্ক গড়ছে, তাতে আমি সুখী ক্রিস্তিয়ানোকেই দেখতে পাচ্ছি। ও লিগে ফিরছে ঘরের মাঠের ম্যাচ দিয়ে, আর আমরা সবাই জানি প্রত্যেকেই পছন্দ করে এই স্টেডিয়ামে (সান্তিয়াগো বার্নাব্যু) খেলতে।’ মার্কা