ধোনিকে অন্যভাবে টি-টোয়েন্টি খেলার পরামর্শ গাঙ্গুলির

ধোনির সঙ্গে গাঙ্গুলিমহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। টিভি বিশ্লেষকরা ভারতের সাবেক অধিনায়কের কুড়ি ওভারের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও ভাবনার কথা জানিয়েছেন। যদিও কঠিন এই সময়ে ধোনি পাশে পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে। তাদের সমর্থনের পর এবার সৌরভ গাঙ্গুলিও পাশে দাঁড়ালেন তার। তবে টি-টোয়েন্টিতে ধোনিকে অন্যভাবে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ‍পর। রাজকটের ওই ম্যাচে এই উইকেটরক্ষক নিউজিল্যান্ডের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৭ বলে করেন ৪৯ রান। তাতেই তার টি-টোয়েন্টি ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে আরেকবার। বিষয়টি নিয়ে কথা বলেছেন এবার গাঙ্গুলি। যেখানে ধোনির জন্য তার পরামর্শ, ‘ওয়ানডের সঙ্গে তুলনা করলে ওর টি-টোয়েন্টি রেকর্ড খুব একটা ভালো না। আশা করছি কোহলি ও টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে আলাদা কথা বলবে।’ সঙ্গে যোগ করলেন, ‘যদি টি-টোয়েন্টিতে ও খেলার ধরনটা অন্যরকম করে, তাহলে সফল হবে। আমার মতে, ওয়ানডেতে ও যেভাবে খেলছে, সেভাবেই খেলতে থাকুক, তবে টি-টোয়েন্টিটা অন্যরকম করে খেলুক।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ধীরগতির ব্যাটিংয়ে টিভি বিশ্লেষকরা প্রশ্ন তুলেছিলেন ধোনির সামর্থ্য নিয়ে। যার মধ্যে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণও। ক্রিকইনফো