চিটাগংয়ের বিপক্ষে কুমিল্লার চাই ১৪০ রান

কুমিল্লার উইকেট উদযাপনকুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দ্বিতীয়বারের দেখাতেও স্কোরবোর্ড শক্তিশালী করতে পারেনি চিটাগং ভাইকিংস। বিপিএলে মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে ৪ উইকেটে ১৩৯ রান করেছে মিসবাহ উল হকের দল।

তামিম ইকবালের ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় কুমিল্লা। বোলাররা এদিন উইকেট নেওয়ায় খুব একটা সফল না হলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। চিটাগংয়ের দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার কেবল ছিলেন উজ্জ্বল। ১৯ বলে ইনিংস সেরা ৩১ রান করেন রনকি। মোহাম্মদ সাইফউদ্দিন তাকে ফিরিয়ে ভাঙেন ৪৬ রানের জুটি।

সৌম্য আউট হন ৩২ বলে ৩০ রান করে। মোহাম্মদ নবীর শিকার হন চিটাগং ওপেনার। মিসবাহ ও ক্রিস জর্ডান দুজনে সমান ১৬ রানে অপরাজিত ছিলেন। সাইফউদ্দিন ও নবীর মতো সমান একটি করে উইকেট পান রশীদ খান ও ডোয়াইন ব্রাভো।

গত মঙ্গলবার প্রথম সাক্ষাতে কুমিল্লা ৮ উইকেটে হারিয়েছিল চিটাগংকে। ওই ম্যাচে ৭ উইকেটে ১৪৩ রান করেছিল চিটাগং। মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা।