১০ ডিসেম্বর জানা যাবে টাইগারদের কোচের নাম?

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি-রবিউল ইসলামকে হবেন জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ? গত মাসে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর থেকেই প্রশ্নটা ঘুরছে ক্রিকেটাঙ্গনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর বোর্ড সভা শেষে মিলতে পারে প্রশ্নটার উত্তর।

বুধবার বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস। কয়েক দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ ও নির্বাচক জিওফ মার্শের আসার কথা। আসতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার লাস্টিন ল্যাঙ্গারও।

হাথুরুসিংহের উত্তরসূরী কে হতে পারেন? মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের এমন প্রশ্নে নাজমুল হাসানের কৌশলী উত্তর, ‘যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের ফাইনাল প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছি। রিচার্ড পাইবাস প্রেজেন্টেশন দিয়েছেন। ৯ তারিখ সিমন্সের আসার কথা। তার আগে আরেক জনের আসার কথা, তবে নামটা এখন বলছি না। কারণ তার আসার তারিখ ঠিক হয়নি, নিশ্চয়তাও পাওয়া যায়নি। আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে।’

বোর্ড সভাপতি জানালেন, ১০ ডিসেম্বর বোর্ড সভায় কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, ‘আমরা কোচিং স্টাফদের সঙ্গে ৯ তারিখে আলোচনায় বসবো। তার আগে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের তিন  অধিনায়কের সঙ্গে আলোচনা করবেন। ১০ তারিখে বোর্ড সভায় আমরা একটা সিদ্ধান্ত  নিতে চাইছি।’

ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান পাইবাস মাত্র চার মাস জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল সরে দাঁড়ানোর পর তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে প্রশ্ন তোলার কারণে বোর্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয় পাইবাসের। তাই তিনি বেশি দিন টাইগারদের কোচের দায়িত্বে থাকতে পারেননি।

সেই পাইবাসকে ফিরিয়ে আনা ঠিক হবে কিনা প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, “এটা আমাদের মাথায় আছে, তাকে এ বিষয়ে প্রশ্নও করা হয়েছে। আমি নিজেই তাকে প্রশ্ন করেছি, ‘তুমি কেন আসতে চাও?’ তিনি প্রশ্নটার উত্তর দিয়েছেন। তবে আমার মনে হয় না এ বিষয়ে এখনই কিছু বলা উচিত।”

বোর্ড সভাপতি জানালেন, পাইবাস নিজেই বাংলাদেশে কাজ করতে আগ্রহী, ‘তিনি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশ দল এখন ভালো করছে, একটা লেভেলে পৌঁছেছে। শুধু তিনি কেন, যে কোনও পেশাদার লোকই এই বোর্ডের সঙ্গে কাজ করতে চাইবে।’

পাইবাসের ‘প্রেজেন্টেশন’ নিয়ে উচ্ছ্বসিত নাজমুল হাসান বললেন, ‘পাইবাসের প্রেজেন্টেশন খুব ভালো ছিল। তিনি ফিউচার নিয়ে কথা বলেছেন, ১০ বছরের একটা প্ল্যান দিয়েছেন। দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়েই তিনি এসেছেন। আমাদের এখন দুটোই দেখতে হবে, দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদী। সামনে বিশ্বকাপ আছে, সেটাও মনে রাখতে হবে। তার দাবী অনুযায়ী সব কিছু হয়তো এখনই দিতে পারবো না। কিন্তু তার পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশেরই ভালো হবে।’