দক্ষিণ আফ্রিকাকে একা জবাব দিচ্ছেন কোহলি

দলের বিপদে শক্ত হাতে হাল ধরেছেন কোহলিসেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৫ রানে অলআউট করেছে ভারত। শুরুতে জোড়া ধাক্কা খেলেও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে জবাব দিচ্ছে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেটে ভারতের সংগ্রহ ১৮৩ রান।

দক্ষিণ আফ্রিকা এখনও ১৫২ রানে এগিয়ে। ৮৫ রানে অপরাজিত থেকে কোহলি সেই ব্যবধানটা আরও কমাতে নামবেন সোমবার সকালে।

৬ উইকেটে ২৬৯ রানে রবিবারের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। ৫৩ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট তারা হারায়। ২৪ রানে খেলতে নেমে ফাফ দু প্লেসিস এদিনও টেনে নিয়েছেন দলকে। ৬৩ রান করে তিনি ইশান্ত শর্মার শিকার হন ১৪২ বল খেলে।

প্রথম ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও তিনটি নেন ইশান্ত।

৬৩ রানে আউট হলেন দু প্লেসিসজবাব দিতে নেমে ভারত দশম ওভারে পরপর দুটি উইকেট হারায়। লোকেশ রাহুল (১০) নিজের ক্যাচ বানান মর্নে মরকেল। পরের বলে রান নিতে গিয়ে আউট হন চেতেশ্বর পূজারা। এরপর মুরালি বিজয়কে সঙ্গে করে কোহলি দলের ক্ষতিটা পুষিয়ে নেন ৭৯ রানের জুটিতে। অবশ্য মুরালি মাত্র ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়েন। ১২৬ বলে ৪৬ রান করেন ভারতের এ ওপেনার।

ভারত তাদের আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় দ্রুত। রোহিত শর্মা (১০) ও পার্থিব প্যাটেল (১৯) ফিরে গেলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন কোহলি। চা বিরতির কিছুক্ষণ পর ৬৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ভারতীয় অধিনায়কের ১৩০ বলের অপরাজিত ইনিংস সাজানো ৮ চারে। অপর প্রান্তে ১১ রানে খেলছিলেন হার্দিক পান্ডিয়া। ক্রিকইনফো