আফগানিস্তানের প্রথম টেস্ট বেঙ্গালুরুতে

আফগানিস্তানগত বছরের জুনে ১১তম দল হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আফগানিস্তান। প্রথম টেস্ট তারা খেলবে ভারতের বিপক্ষে, খবরটা পুরানো। মঙ্গলবার চূড়ান্ত হলো এ ম্যাচের সূচি ও ভেন্যু।

মঙ্গলবার দিল্লিতে দুই দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের আলোচনা শেষে এলো নতুন ঘোষণা- আগামী ১৪ থেকে ১৮ জুন বেঙ্গালুরুতে হবে আফগানদের এই ঐতিহাসিক টেস্ট।

আফগানিস্তানের সঙ্গে একই দিনে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড। আইরিশরা আগেই টেস্ট অভিষেকের পথে প্রতিপক্ষ হিসেবে পেয়ে গিয়েছে পাকিস্তানকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ২০১৮ সালে ১১ মে তারা প্রথম টেস্ট খেলবে ম্যালাহাইডে।

আইরিশরা তাদের প্রথম টেস্ট হোমে খেললেও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান খেলবে প্রতিবেশীদের মাটিতে। অনুশীলনের জন্যও আফগান জাতীয় দল ভারতের মাটি ব্যবহার করে প্রায়ই। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতেও গড়ে ক্যাম্প। ক্রিকইনফো