তৃতীয় ম্যাচে ব্যর্থ তামিম

এবার কামরানের সঙ্গে ব্যর্থ হলেন তামিমপাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন তামিম ইকবাল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে ৩৯ রানে অবদান রেখেছিলেন বাংলাদেশি ওপেনার। কিন্তু রবিবার তৃতীয় ম্যাচে ব্যর্থ তিনি।

করাচি কিংসের বিপক্ষে এদিন মাত্র ১২ বল খেলেছেন তামিম। দুটি চারে ১১ রান করেছেন তিনি।

করাচি কিংসের বিপক্ষে পেশাওয়ার শুরুটা দারুণ করলেও মোহাম্মদ আমিরের পেসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের এই পেসার তারা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান। কামরান আকমলকে ১৪ রানে আউট করেন আমির। তার দ্বিতীয় শিকার হন তামিম।

প্রথম ওভারে করাচি অধিনায়ক ইমাদ ওয়াসিমের দুটি বল খেলেন তামিম। দ্বিতীয় বলে নেন একটি সিঙ্গেল। তৃতীয় ওভারে টাইমার মিলসকে দুটি চার মেরে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই আমিরের শিকার হন তামিম। পেছনে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে তামিমের রান ছিল ১১। ওই ম্যাচটি তারা হারে ৭ উইকেটে। এরপর ইসলামাবাদের বিপক্ষে শনিবার ২৯ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। পেশাওয়ার জেতে ৩৪ রানে।