স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু সোমবার

 

prime-bank-youngসোমবার সাতটি বিভাগ ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের জাতীয় পর্ব। এ পর্বে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আটটি দল। শেষ আটের লড়াইয়ের দুই ভেন্যু মৌলভীবাজার ও টাঙ্গাইল।

আগামী ১০ মে দুটি সেমিফাইনালও হবে কোয়ার্টার ফাইনালের দুই ভেন্যুতে। ১৩ মে ফাইনালের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হবে মানিকগঞ্জ মডেল হাই স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুল। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে একই দিনে নড়াইল সরকারি হাই স্কুলের প্রতিপক্ষ বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল ও কলেজ।

মঙ্গলবার হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল। মৌলভীবাজারে ঢাকার গ্লোরি স্কুল ও কলেজ খেলবে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের বিপক্ষে। আর টাঙ্গাইলে পিরোজপুর সরকারি হাই স্কুলের লড়াই দিনাজপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল ও কলেজের সঙ্গে।

স্কুল ক্রিকেটের গত আসর থেকে ২৯ জন সুযোগ পেয়েছিল বিভিন্ন বয়সভিত্তিক দলে। এবার সারা দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।