বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

Shakibবিশ্ব একাদশের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের ম্যাচে একাদশে থাকার সম্ভাবনাও ছিল প্রবল, কিন্তু হঠাৎই নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশি অলরাউন্ডার। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘ব্যক্তিগত কারণে’ খেলছেন না সাকিব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পেছনে বাংলাদেশি অলরাউন্ডার রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ফর্ম নিয়েই তার যাওয়ার কথা ছিল লর্ডসে। ৩১ মে ‘হোম অব ক্রিকেটে’ বিশ্ব একাদশের জার্সি গায়ে নামতেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু বুধবার বাংলাদেশি অলরাউন্ডারের নাম প্রত্যাহার করে নেওয়ার খবর নিশ্চিত করেছে আইসিসি।

ঠিক কী কারণে নিজেকে সরিয়ে নিলেন সাকিব, তা এখনও জানা যায়নি। আইসিসি এক বিজ্ঞপ্তিতে শুধু এতটুকু জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে’ খেলছেন না বাংলাদেশি অলরাউন্ডার।

গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দুটি স্টেডিয়াম। ৩১ মে লর্ডসের ম্যাচ থেকে আয় করা টাকা খরচ করা হবে অ্যাঙ্গুইলার জেমস রোল্যান্ড ওয়েবস্টার ও ডোমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মেরামত কাজে। তহবিল সংগ্রহের এই টি-টোয়েন্টি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুড়ি ওভারের এই ম্যাচে সাকিব ছাড়াও বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি অলরাউন্ডার না খেলায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে থাকলেন এই ওপেনার। তামিম ছাড়াও তারকা সমৃদ্ধ স্কোয়াডে আছেন এউইন মরগান, শহীদ আফ্রিদি, দিনেশ কার্তিক, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগন, শোয়েব মালিক, হার্দিক পান্ডিয়া ও থিসারা পেরেরার মতো খেলোয়াড়রা।

সাকিবের বদলি হিসেবে আইসিসি কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা না করলেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নেপালের স্পিনার সন্দীপ লামিচানেকে। ১৭ বছর বয়সী এই তরুণ বিশ্ব একাদশে সুযোগ পেয়ে ভীষণ খুশি। আইসিসি ওয়েবসাইট