‘টেস্ট-ওয়ানডেতে আলাদা কোচের পরামর্শ কারস্টেনের’

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসোম ও মঙ্গলবার কয়েকজন ক্রিকেটার, কোচ, দুই নির্বাচক সহ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গ্যারি কারস্টেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গেও কথা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনারের। বিসিবি প্রধান জানিয়েছেন, টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার বেক্সিমকো অফিসে কারস্টেনের সঙ্গে সভা শেষে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কারস্টেন মনে করেন, সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়া উচিত। টেস্ট ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যাটিং কোচ নিয়োগের পরামর্শও দিয়েছেন তিনি। তার মতে, প্রধান কোচের অধীনে তিন ফরম্যাটের জন্যই দু/তিনজন ব্যাটিং পরামর্শক থাকতে পারেন। দেশে ফিরে যাওয়ার পর আমাদের কোচ নিয়ে পুরোদমে কাজ করবেন কারস্টেন। কয়েকজন কোচ আগ্রহ প্রকাশ করেছেন। কারস্টেন তাদের ইন্টারভিউ নেবেন।’

নতুন কোচ খুঁজতে গিয়ে যে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, সে কথাও জানালেন বিসিবি প্রধান, ‘যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কেউই টেস্টে কোচ হতে রাজি নন। তবে কেউ কেউ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফুলটাইম কোচ হিসেবে থাকতে রাজি। টি-টোয়েন্টি আসার পর ব্যাটসম্যানদের মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। তাই কারস্টেন মনে করছেন সাদা এবং লাল বলের ক্রিকেটের জন্য আলাদা কোচ হলে ভালো হয়। এ বিষয়ে আমরা আলোচনা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন কোচ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী নাজমুল হাসান, ‘২৪ বা ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হবে বাংলাদেশ দল। কারস্টেন তার আগে আবার আসবেন। আশা করি, ১৫ জুনের মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।’