রুবেলের শাস্তি

একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন রুবেল হোসেনপ্রথম ম্যাচে ৩২ আর দ্বিতীয় ম্যাচে খরচ ৩৮ রান। মঙ্গলবার তার করা ১৯তম ওভারে ২০ রান তুলে আফগানিস্তানের সিরিজ জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ নবী। রুবেল হোসেনের সময়টা একদমই ভালো যাচ্ছে না।

বল হাতে বাজে পারফরম্যান্সের পাশাপাশি আচরণের জন্যও ভুগতে হচ্ছে বাংলাদেশি পেসারকে। দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। পাশাপাশি তাকে তিরস্কার করেছে আইসিসি। তবে আর্থিক জরিমানা হয়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে রুবেল দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মঙ্গলবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেছিল বাংলাদেশ। সেই আবেদনে আম্পায়ার সাড়া না দিলে মাথা ঝাঁকিয়ে অসন্তোষ প্রকাশ করেন বোলার রুবেল। আর তাই শাস্তি পেলেন টাইগারদের অভিজ্ঞ পেসার।