অধিনায়ক কোহলির আরেকটি রেকর্ড

কোহলিতার ব্যাটে রেকর্ডের জন্ম নেয় প্রতিনিয়ত। ভারতের অধিনায়ক হয়ে বিরাট কোহলি যেন আরও ভয়ঙ্কর। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে গড়লেন তিনি আরেকটি কীর্তি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড এখন তার দখলে।

হেডিংলিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ভারত। দুই দল একটি করে ম্যাচ জেতায় যা রূপ নিয়েছে ‘অঘোষিত ফাইনালে’। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ২৫৬ রান।

সিরিজ নির্ধারণী এই ম্যাচেই অধিনায়ক হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। যাতে একটি রেকর্ডও গড়েছেন তিনি। দু্ই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দ্রুত ফিরে যাওয়ার পর চমৎকার ব্যাটিংয়ে পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরি। দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি।

মাত্র ৪৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের চেয়ে ১১ ইনিংস কম খেলে। ডি ভিলিয়ার্সের ৬০ ইনিংস ছিল আগের দ্রুততম।

ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নামের পাশে ৩ হাজার রান যোগ করলেন কোহলি। তার আগে মাইলফলকটি ছুঁয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহার উদ্দিন ও সৌরভ গাঙ্গুলি। সব মিলিয়ে দ্রুততম ৩ হাজার রান করা অধিনায়কের তালিকায় তৃতীয় স্থানে থাকা ধোনির লেগেছিল ৭০ ইনিংস। চতুর্থ স্থানে থাকা গাঙ্গুলির লেগেছিল ৭৪ ইনিংস।