ক্যারিয়ারের শেষ ইনিংসে অপ্রতিরোধ্য কুক

ক্যারিয়ারের শেষ ইনিংসটা রাঙানোর পথে কুকওভাল টেস্ট দিয়েই ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাবেন অ্যালিস্টার কুক। এমন একটা ক্ষণকে দারুণভাবে রাঙাচ্ছেন ইংল্যান্ডের ওপেনার। প্রথম ইনিংসে ৭১ রান করার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষবার ব্যাটিংয়ে নেমে টানা হাফসেঞ্চুরির পথে ইংল্যান্ডের শীর্ষ ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন কুক। তার ১২৫ বলের এই ইনিংসে রয়েছে মাত্র ৩টি চার। বেশ দেখেশুনে খেলে ভারতের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছেন সাবেক অধিনায়ক। দিন শেষে তার সঙ্গী জো রুট, ২৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক।

প্রথম ইনিংসে ৩৩২ রান করা ইংল্যান্ড রবিবার ভারতকে ২৯২ রানে গুটিয়ে দেয়। ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ উইকেটে ১১৪ রান করেছে স্বাগতিকরা। ৮ উইকেট হাতে রেখে ১৫৪ রানে এগিয়ে তারা।

৬ উইকেটে ১৭৪ রানে নতুন দিন শুরু করেছিল ভারত। বড় লিড নেওয়ার আভাস পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু হনুমা বিহারি ও রবীন্দ্র জাদেজা দাঁত কামড়ে পড়ে ছিলেন ক্রিজে। দুজনের ৭৭ রানের জুটি ভাঙেন মঈন আলী। অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি করা হনুমাকে ৫৬ রানে ফেরান ইংলিশ স্পিনার।

ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি ও জশপ্রীত বুমরার কাছ থেকে উপযুক্ত সঙ্গ না পেলেও ৮৬ রানে অপরাজিত থেকে ব্যবধান কমিয়ে আনেন জাদেজা। তার ১৫৬ বলের ইনিংসে রয়েছে ১১ চার ও ১ ছয়।

ক্যারিয়ারের শেষ ইনিংসে নেমে কিটন জেনিংসের (১০) সঙ্গে ২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন কুক। তারপর মঈনের সঙ্গে ৩৫ রান যোগ করেন তিনি। মঈন ২০ রানে আউট হওয়ার পর রুটকে নিয়ে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন কুক। ক্রিকইনফো