প্রথম ইনিংসে ব্যর্থ আশরাফুল

মোহাম্মদ আশরাফুলজাতীয় দলে ফেরার ‘প্রথম দরজা’ হিসেবে এইচপি দলের চার দিনের প্রস্তুতি ম্যাচকে দেখছিলেন মোহাম্মদ আশরাফুল। ফিটনেসের প্রমাণ দেওয়ার প্রথম সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না সাবেক অধিনায়ক।

সবুজ দলের বিপক্ষে তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলীয় ১৩১ রানে ৩ উইকেট হারালে ক্রিজে নামেন আশরাফুল। মার্শাল আইয়ুবের সঙ্গে জুটিটা বড় করতে পারেননি, মাত্র ৭ রানের। ৪২তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলামের শিকার হন জাকির হাসানকে ক্যাচ দিয়ে। মাত্র ১০ বলে ১ রান করেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লাল দল দিন শুরু করে ৪৬ রানে ১ উইকেট হারিয়ে। দিনের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারায় তারা।

সৌম্যর সঙ্গে ১৪ রানের জুটি গড়ে আল আমিন ফেরেন ব্যক্তিগত ৮ রানে। ৬০ রানে লাল দল ২ উইকেট হারানোর পর সৌম্য ও মার্শালের পঞ্চাশ ছাড়ানো জুটিতে স্বস্তি ফেরে। ১০২ বলে ৪৮ রান করা সৌম্যকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন এবাদত হোসেন। ৭১ রানের জুটি বিচ্ছিন্ন করেন সবুজ দলের এই বোলার।

কিছুক্ষণ পর আশরাফুল ক্রিজ থেকে বিদায় নিলে মার্শাল ও আফিফ হোসেনের অবিচ্ছিন্ন ২৫ রানের জুটিতে দিন শেষ করে লাল দল। মার্শাল ৮২ বলে ৯ চারে ৬৩ রানে অপরাজিত ছিলেন। আফিফ খেলছিলেন ১৫ রানে।

আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয় দ্বিতীয় সেশনের পর থেকে। সারা দিন ৪৭ ওভার খেলে ৪ উইকেটে ১৬৩ রান করেছে লাল দল। এর আগে সবুজ দল প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রানে।