যে কারণে দলে নেই সাকিব

111পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ সাকিব আল হাসান নেই! এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল খেলতে নামার আগে এমন দুঃসংবাদে হতাশ বাংলাদেশ।

ম্যাচের ঘন্টা দুয়েক আগে পুরো দল অনুশীলন করলেও সাকিব সেখানে ছিলেন না। তখনই দেখা দিয়েছিল আশঙ্কাটা। যদিও মঙ্গলবার প্রধান কোচ স্টিভ রোডস এবং অধিনায়ক মাশরাফি মুর্তজা ইতিবাচক কথাই বলেছিলেন সাকিবের বিষয়ে। কিন্তু টসের ঠিক আগে দুঃসংবাদটা পেয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত কয়েকদিনে দুবার ডাক্তারের কাছে গেছে সাকিব। সবশেষ রিপোর্টে জানা গেছে, তার বাঁ হাতের আঙুল ফুলে আছে। বাঁ হাতে সে ব্যাটই ধরতে পারছে না। যে  কারণে তাকে আজ বিশ্রাম দিতে হয়েছে।’

আঙুলের চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে সাকিবকে। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করানোর কথাও ছিল। কিন্তু এশিয়া কাপে খেলার জন্য তিনি অস্ত্রোপচার না করিয়ে ইনজেকশন নিয়ে খেলছিলেন। তবে আজ আর পারলেন না মাঠে নামতে।