শর্টের হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ডি’আর্চি শর্ট জয় নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার (ফাইল ছবি)টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টিতে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ অবশ্য পাকিস্তান নয়, একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ডি’আর্চি শর্টের হার না মানা হাফসেঞ্চুরিতে মরুর দেশে ৭ উইকেটের সহজ জয় পেয়েছ অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের ‘প্রস্তুতি’ নিতেই আরব আমিরাতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রত্যাশামতো সহজ জয় দিয়েই ‘প্রস্তুতি’ সেরেছে সফরকারীরা। নাথান কোল্টার-নাইল ও বিলি স্ট্যানলেকের চমৎকার বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে আরব আমিরাত ৬ উইকেট হারিয়ে করে ১১৭ রান। সহজ এই লক্ষ্য ২৩ বল আগেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় অ্যারন ফিঞ্চরা।

কোল্টার-নাইল ৪ ওভারে ২০ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। স্ট্যানলেকের বোলিং ফিগারও একই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আরব আমিরাতের সর্বোচ্চ রান সংগ্রাহক শাইমান আনোয়ার। ৪৪ বলে ৩ বাউন্ডারিতে এই ব্যাটসম্যান করেন ৪১ রান। শেষ দিকে মোহাম্মদ নাভিদ ব্যাট হাতে তুলেছিলেন ঝড়, মাত্র ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস। আর ২২ রান করেছেন রমিজ শাহজাদ।

১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ফিঞ্চ পুরোপুরি ব্যর্থ, আউট হয়েছেন মাত্র ১ রানে। তবে আরেক ওপেনার শর্ট দলের জয় নিশ্চিত করেই ছেড়েছেন মাঠ। ম্যাচসেরার পুরস্কার জেতার আগে ৫৩ বলে তিনি খেলেছেন হার মানা ৬৮ রানের ইনিংস, যাতে ছিল ৮টি বাউন্ডারির মার। অস্ট্রেলিয়ার জয়ের পথে ১৩ বলে ২০ রান করেছেন ক্রিস লিন, ১৮ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। আর ১০ বলে ১০ রানে অপরাজিত ছিলেন বেন ম্যাকডার্মোট।

দল হারলেও বল হাতে ভালো দিনই পার করেছেন আরব আমিরাতের আমির হায়াত। ৪ ওভারে ২৬ রান খরচায় তিনি পান ২ উইকেট। ক্রিকইনফো