দ্বিতীয় টেস্টেও দারুণ শুরু যুব দলের

প্রথম দিন ছিল বোলারদের (ফাইল ফটো)কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রানের নাটকীয় জয়ের পর মঙ্গলবার যুব দলের দ্বিতীয় টেস্টেও দারুণ শুরু হয়েছে বাংলাদেশের। শাহীন আলমের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ২১৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

কাতুনায়েকের এফটিজেড স্পোর্টস কমপ্লেক্সে চারদিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তাদের শুরুটা হয় হোঁচট খেয়ে। ৫ ওভারেও রানের খাতা না খুলে ষষ্ঠ ওভারের প্রথম বলে অধিনায়ক নিপুন ধনঞ্জয়াকে বিদায় করেন শাহীন।

তবে এই ধাক্কায় কেঁপে ওঠেনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। কামিলা মিশারাকে নিয়ে দারুণ জুটিতে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান ওপেনার নাভোদ পারানাভিথানা। দুজন হাফসেঞ্চুরি করে দলকে এনে দেন ১২২ রানের শক্ত জুটি।

মিশারাকে ৫২ রানে আউট করে বড় ধরনের ব্রেকথ্রু আনেন রাকিবুল হাসান। ক্রিজ শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার আর কেউ। সাবধানী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখতে ব্যর্থ হওয়ার সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ১৫৩ বলে ৭৯ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করে শাহীনের দ্বিতীয় শিকার হন পারানাভিথানা।

শাহীনের সঙ্গে যোগ দেন নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী। দুজনের বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। শাহীন ২৪ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৫ উইকেট। মৃত্যুঞ্জয় পান দুটি উইকেট।