অধিনায়ক রুবেলের অভিষেক

টসের পর অধিনায়ক রুবেল২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেল হোসেনের। ঘরোয়া ক্রিকেটে অভিষেক তারও বছর দুয়েক আগে। কিন্তু এত দিনেও কোনও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি। অবশেষে ‘অধিনায়ক’ রুবেলের আক্ষেপ ঘুচলো। জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব তাঁর কাঁধে। দায়িত্বটা পেয়ে এই ডানহাতি পেসার রোমাঞ্চিত।

সোমবার ম্যাচের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে পেরে রুবেল উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘প্রথম বারের মতো অধিনায়কত্ব করছি। এটা আমার জন্য বিশাল ব্যাপার। দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি অসাধারণ।’

অধিনায়ক রুবেল বল হাতেও সাফল্য পেয়েছেন শুরুতে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়ে নিজের তৃতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছেন ব্রায়ান চারিকে। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছে চট্টগ্রামে। তাই সারা দিনে মাত্র ৯ ওভার খেলা হয়েছে। তবে অল্প সময় মাঠে থাকলেও  অধিনায়কত্ব দারুণ উপভোগ করেছেন রুবেল, ‘আজকে বেশিক্ষণ খেলা হয়নি। তবে যতক্ষণ মাঠে ছিলাম, সময়টা উপভোগ করেছি, দলকে নিয়ন্ত্রণ করেছি।’

নতুন দায়িত্বের ছবি নিজের ফেসবুক পেজে দিয়েছেন রুবেল। যে ছবি দেখে অনেকেই তাকে ‘ভবিষ্যত অধিনায়ক’ উল্লেখ করে মন্তব্য করছেন। যা নিয়ে রুবেল কিছুটা বিব্রত, ‘আমি মজা করে ফেসবুকে ছবি আপলোড করেছি। এটা তেমন কোনও ব্যাপার না। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এমন না যে আমি ভবিষ্যতে অধিনায়ক হয়ে যাবো। সেটা আমি ভাবছিও না।’

রুবেল এখন তাকিয়ে বুধবারের আকাশের দিকে, ‘চট্টগ্রামে আবহাওয়া ধীরে-ধীরে ভালো  হচ্ছে। আগামীকাল খেলা হওয়ার চান্স আছে। পুরো দিন খেলতে পারলে খুব ভালো লাগবে, বুঝতে পারবো অধিনায়কত্ব কেমন করছি। আমার অভিজ্ঞতাও হবে। ঘরোয়া ক্রিকেটে কখনও কোনও দলের অধিনায়ক হলে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’