শিরোপার সুবাস পাচ্ছে রাজশাহী

রাজশাহীর উইকেট উৎসবজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপার সুবাস পাচ্ছে রাজশাহী। শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে জিততে শেষ দিনে তাদের করতে হবে ১০২ রান। হাতে আছে এখনও ৮ উইকেট। অন্যদিকে খুলনা-রংপুর ম্যাচের উত্তেজনা জমা রয়েছে শেষ দিনে।

বরিশাল-রাজশাহী

ছয় বছর আগে শেষবার এনসিএলের শিরোপা উদযাপন করছিল রাজশাহী। এবার সেই সুযোগটা সামনে এসেছে আবার। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে বরিশালের বিপক্ষে জিততে তাদের দরকার আর ১০২ রান। বরিশালের দেওয়া ২৮৪ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে রাজশাহী করেছে ২ উইকেটে ১৮২ রান।

দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআাউট হয়েছে ৩৪৬ রানে। ফরহাদ রেজা (৪/৫৯) ও মোহর শেখের (৩/৯৪) বোলিংয়ের সামনে তৃতীয় দিনে আর ১০০ রান যোগ করে অলআউট হয় তারা। শামসুল ইসলাম ৫৬ ও তানভীর ইসলাম করেছেন ৩২ রান।

২৮৪ রানের লক্ষ্য পাওয়া রাজশাহীর শুরুটা হয়েছে দুর্দান্ত। জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত হাফসেঞ্চুরিতে লক্ষ্য থেকে আর ১০২ রান দূরে তারা। জুনায়েদ অপরাজিত আছেন ৬৫ রানে। তার সঙ্গে শেষ দিনে ব্যাটিংয়ে নামবেন জহুরুল ইসলাম ২৫ রান নিয়ে। এর আগে সাব্বির হোসেন ৪৯ ও মিজানুর রহমান করেন ৩০ রান।

২৫.৩১ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। এই ম্যাচ জিতলে এমনিতেই চ্যাম্পিয়ন হবে তারা।

খুলনা-রংপুর

রেলিগেশনের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। বগুড়ার ম্যাচে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯২ রানে শেষ করেছে তারা তৃতীয় দিনের খেলা। এর আগে রংপুর ৮ উইকেটে ২৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় খুলনা পেয়েছে ২০৪ রানের লিড।

তৃতীয় দিনে ধীমান ঘোষের অপরাজিত হাফসেঞ্চুরি (৫০) ও সোহরাওয়ার্দী শুভর ৪৮ রানে ভর দিয়ে ইনিংস ঘোষণা করে রংপুর। জবাবে শুরুটা মোটেও ভালো ছিল না খুলনার। ২৭ রানের মধ্যে তারা হারায় দুই ওপেনার এনামুল হক (৬) ও আফিফ হোসেনকে (০)। তুষার ইমরানও ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

তবে দাঁড়িয়ে যান সৌম্য সরকার। ওয়ান ডাউনে নেমে খেলেন ৮৩ রানের কার্যকরী ইনিংস। পরে নুরুল হাসানের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৫২ রান। যাতে ৬ উইকেটে ১৯২ রানে দিন শেষ করে খুলনা।