‘তৃতীয় ইনিংসে’ ক্যাপ্টেনকে শুভকামনা

মনোনয়ন ২একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আরেকটি ইনিংস শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। ক্রিকেট মাঠ কাঁপানোর পর এবার রাজনীতির মাঠেও তার সদর্প বিচরণের প্রত্যাশা দেশবাসীর। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লিগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারপর থেকেই নতুন অধ্যায়ের জন্য শুভকামনায় ভাসছেন ‘ক্যাপ্টেন’।

মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় নড়াইলের সর্বত্র বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন, মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে। শুধু নড়াইলবাসী নয়, সমগ্র বাংলাদেশ তার সাফল্য কামনা করেছে।

মাশরাফির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেকে সন্দিহান হলেও অন্ধকার থেকে বাংলাদেশকে টেনে তুলবেন বিশ্বাস ভক্ত ইরফান শেখের, ‘আমি বুঝি না রাজনৈতিক দলে মাশরাফি মুর্তজার যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল। কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত একজন রাজনীতিবিদ হওয়ার চেয়ে একজন ক্রিকেটার হিসেবেই তিনি ভালো। তারপরও তার জন্য প্রার্থনা যেন তিনি বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে আনেন।’

মনোনয়ন ১দেশের সেবায় মাশরাফির সংশ্লিষ্টতায় উচ্ছ্বসিত আবু মুতাহার, ‘মাশরাফি মুর্তজা আমাদের অধিনায়ক। সবসময় তিনি অন্তর দিয়ে খেলে গেছেন। আমি মনে করি দেশকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায়েও তিনি একই কাজ করবেন।’

মাশরাফিকে নতুন মাঠে শুভকামনা জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী, ‘ক্যাপ্টেন, আপনার তৃতীয় ইনিংসে শুভকামনা। ক্রিকেট মাঠের মতো রাজনীতির মাঠেও সফলতা কামনা করছি।’

চিকিৎসক সঞ্জয় পিয়াল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফির নতুন স্বপ্নযাত্রায়, ‘ক্রিকেটকে আপনি জীবনের অন্যতম একটা অংশ বলে মনে করলেও মানুষকে বিনোদন দেওয়ার এই মঞ্চকে আপনি কখনোই জীবনের সবকিছু মনে করেননি। মুক্তিযোদ্ধারাই আপনার কাছে আসল নায়ক। সেলফি তোলা মেকি ভক্তরা নয়, পিছিয়ে পড়া মানুষগুলোই আপনার কাছে সবচেয়ে প্রিয়। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সেবা করার একটা আকাঙ্ক্ষা দেখেছি আপনার মনের গভীরতায়। তাই আপনার এই নবযাত্রায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ক্যাপ্টেন, সব সময় আপনার পাশে থেকেছি, সামনের দিনগুলোতেও থাকব। আশীর্বাদ করি নড়াইলকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন তা সফল হোক। আপনার সততা আর নিষ্ঠার জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

মনোনয়ন ৩ক্রীড়া সাংবাদিক শান্ত মাহমুদ লিখেছেন, ‘এবার আরেক লড়াইয়ে ক্যাপ্টেন।’ মাশরাফির বিজয় নিশ্চিত মনে করেন ইয়াসিন মাহমুদ, ‘করুণা হচ্ছে প্রতিদ্বন্দ্বীর জন্য। এক দেড় হাজার ভোট পাবে কিনা সন্দেহ।’