তামিম-সাকিবকে ছেড়ে দিয়েছে পেশাওয়ার

তামিম-সাকিবপাকিস্তান সুপার লিগের চতুর্থ আসরে ঠিকানাহীন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। গতবার পেশাওয়ার জালমির ছিলেন তামিম ও সাকিব, আর কোয়েটা গ্লাডিয়েটরসের মাহমুদউল্লাহ। তিনজনকেই ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলে প্রথম দুই বছর পেশাওয়ারের হয়ে খেলেছিলেন তামিম। তৃতীয় আসরের আগে তাকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হয়। প্লেয়ার ড্রাফটে আবার তাকে ফিরে পায় পেশাওয়ার। কিন্তু দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কেবল ১০ জন খেলোয়াড় ধরে রাখার বাধ্যবাধকতায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারকে ছেড়ে দিলো সাবেক চ্যাম্পিয়নরা।

গতবার ৬ ম্যাচ খেলেন তামিম। একটি হাফসেঞ্চুরিসহ ১৬১ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে ২০১৬ সালে প্রথম পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা সাকিব টানা দুই বছর ছিলেন পেশাওয়ারে। যদিও ইনজুরির কারণে গত আসরে খেলা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের। তার বদলি হিসেবে বাংলাদেশ থেকে যান সাব্বির রহমান। আবারও পেশাওয়ার সাকিবকে ফেরাবে নাকি গন্তব্য হবে নতুন কোথাও জানা যাবে ২০ নভেম্বরের নিলাম শেষে।

মাহমুদউল্লাহর প্রথম পিএসএল খেলার অভিজ্ঞতা কোয়েটাতেই, ২০১৭ সালে। গত আসরেও এই দলটির হয়ে খেলেছেন তিনি। এবার তাকে নিলামের জন্য ছেড়ে দিলো দুইবারের রানার্সআপ।