আবারও তাইজুলের শিকার সিকান্দার

তাইজুলঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করতে শেষ দিন বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট। মোস্তাফিজুর রহমান নেন দিনের প্রথম উইকেট। তারপর তাইজুল ইসলাম ফেরালেন সিকান্দার রাজাকে। এনিয়ে টানা তৃতীয় ইনিংস জিম্বাবুয়ান ব্যাটসম্যানকে নিজের শিকার বানালেন বাংলাদেশি স্পিনার।

৪৪৩ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়ে ৪ উইকেটে করেছে ১২০ রান। জিততে বাংলাদেশের দরকার আর ৬ উইকেট। টেলর হাফসেঞ্চুরি করে এখনও অপরাজিত। ক্রিজে তার সঙ্গে আছেন পিটার মুর।

৩৩ বল খেলে ১৩ রান করে মোস্তাফিজের কাছে বোল্ড হন উইলিয়ামস। টেলরের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেননি সিকান্দার। আগের ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হওয়া এই ডানহাতি ব্যাটসম্যান এবার ক্যাচ তুলে দেন তার হাতে। টেলরের সঙ্গে ২১ রানের জুটি গড়ার পথে ১২ রান করেন সিকান্দার। সিলেটেও দ্বিতীয় ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হন তিনি।

৪ রানে টেলর ও ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়েছে।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে।