এসিসির দায়িত্বে বিসিবি সভাপতি নাজমুল

এসিসির বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসানএশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দায়িত্বভার নিয়েছেন তিনি।

নাজমুল এসিসির তৃতীয় বাংলাদেশি সভাপতি। আগের ‍দুজন হলেন আলী আজগর লবি এবং আ হ ম মুস্তফা কামাল। পাকিস্তানের এহসান মানির স্থলাষিভিক্ত হয়েছেন নাজমুল।

লাহোরে এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাজমুলকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, প্রতিষ্ঠানটির গেম ডেভেলপমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং এসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী দুই বছর এসিসি সভাপতির দায়িত্ব পালন করবেন নাজমুল। এই সময়ে এশিয়া কাপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করবে এসিসি।

নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত নাজমুল। তিনি বলেছেন, ‘এসিসি সভাপতির কাঙ্ক্ষিত দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ক্রিকেটকে এই অঞ্চলে প্রোমোট করার চেষ্টা করবো আমি। ’